প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ২১:৪৫
টাংগাইল জেলা ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের ১ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে ভিক্টোরিয়া ফুট জোন কনারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি রকি কর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপ পরিচালক, স্থানীয় সরকার, টাঙ্গাইল শরীফ নজরুল ইসলাম, ডাঃ শাহীন সুলতানা জামান, ডিএফ ইমন সরকার, ডিএফ ইবনে সায়েরা কাকলি, সোহেলুর রহমান, বাপসা কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যসহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে টাঙ্গাইল জেলা ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সমিতির তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রকি কর কে সভাপতি, বাঘিল ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর খালিদ খানকে সাধারণ সম্পাদক এবং গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় টাঙ্গাইল জেলা ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এই সময় নবনির্বাচিত সভাপতি রকি কর বলেন, সরকার দেশের অভূত পূর্ণ উন্নয়ন করেছে, মানুষের সকল মৌলিক চাহিদা পূরণে বদ্ধপরিকর, জনবান্ধন সরকার হিসাবে জনগেনর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতায়, স্থানীয় সরকার কে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষে ইউনিয়ন পর্যায় জনগনের কাঙ্খিত সেবা পৌঁছে দিতে ইউপি সচিবের পাশাপাশি আরো একজন জনবল প্রয়োজন মনে করে ইউনিয়ন পরিষদে ১জন করে হিসাব সহকারী কাম-কম্পিটার অপারেটর নিয়োগের ঘোষণা দেন।
তারই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার ১১০টি ইউনিয়ন পরিষদে একজন করে হিসাব সহকারী কাম-কম্পিটার অপারেটর নিয়োগ করা হয়। সহকর্মী উপস্থিত সকল ভাই বোনদের প্রতি আমার অনুরোধ, আমরা নিজ নিজ দ্বায়িত্ব সঠিক ও নিষ্ঠার সাথে পালন করবো এবং যে যে অবস্থানেই থাকি না কেনো আমরা যেনো সরকারের অর্পিত দ্বায়িত্ব যথাযথভাবে পালন করি।
আমরা একটি পরিবারের মত সকলেই মিলে মিশে থাকবো সকলেই সাংগঠনিক নিয়ম নিতে মেনে চলবো, সংগঠন কে আন্তরিক ভাবে সহযোগিতা করবো। আর আমাকে পুনরায় সভাপতি নির্বাচিত করায় সকলকেই আন্তরিক ধন্যবাদ ও সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
মোবাইলঃ ০১৭৪০-৬৪৭৯২৯
তারিখঃ ২৭-১২-২০২০ ইং
Attachments area
আ