প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ২০:৩৮
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটো রিক্সার ধাক্কায় ফরহাদ হোসেন নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার ২৭ ডিসেম্বর বিকেল পাঁচটার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের ময়নাতলা নামক বাজারের পাশে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার রহম আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, রোববার বিকেলে ফরহাদ সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে হাটতে হাটতে রাস্তায় চলে যায়। এমন সময় সোনাহাট-বহলগুড়ি সড়কে সোনাহাট থেকে আসা একটি অটো রিক্সা শিশুটিকে ধাক্কা দিলে সে পাকা রাস্তার উপর পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়।
স্থানীয়রা আহত ফরহাদকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার কিছুক্ষন পরে সে মারা যায়।ভূরুঙ্গামারী থানার ওসি মুহা. আতিয়ার রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।