প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ১৯:৪৯
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বানিয়াপাড়া চৈতাজানী প্রিমিয়ার লিগে(বিসিপিএল) এর ফাইনাল খেলা রবিবার (২৭ ডিসেম্বর,২০২০) এ অনুষ্ঠিত হয়। খেলায় রমিম স্পোর্টিং ক্লাব ও জামি ও সোর্টিং ক্লাব।
রমিম স্পোর্টিং ক্লাবের ১২ অভারে ৭ উইকেটে সংগ্রহ ছিলো ৮১ রান। অন্যদিকে জামি স্পোর্টিং ক্লাবের সব উইকেট শেষে ছিল ৪৩ রান।রমিম স্পোর্টিং ক্লাব ৩৮ রানে ৪ উইকেটে বিজয়ী লাভ করেছেনউক্ত খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃনজরুল ইসলাম, সদস্য শেরপুর জেলা পরিষদ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.এইচ.এম শহিদুল ইসলাম, চেয়ারম্যান, শ্রীবরদী উপজেলা পরিষদ।
অনুষ্ঠানের সঞ্চালনায় দায়িত্বে ছিল মাহমুদুল হক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃআঃ কাদের, সভাপতি, বাংলাদেশ কৃষকলীগ,শেরপুর জেলা শাখা, মোঃমোজাম্মেল হক,সভাপতি, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ,মাহমুদুল হাসান রুবেল, সাবেক সদস্য,
বাংলাদেশ ছাত্রলীগ,আতিকুর রহমান,সহ-সভাপতি, শেরপুর জেলা ছাত্রলীগ,তুষার আল নুর, আইন বিষয়ক সম্পাদক, শেরপুর জেলা ছাত্রলীগ, এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ও আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠন।খেলা আহবায়ক কমিটি জানায়, " প্রতি বছর এ খেলা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।সবসবময় আপনাদের সহযোগীতা চায়।