প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ১৬:৬
নরসিংদীর পলাশে ২৫০ পিস ইয়াবা সহ রেজাউল হোসেন বিপ্লব (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে ২৫০ পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিপ্লব চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রেজাউল হোসেন বিপ্লব একজন পেশাদার মাদক কারবারি।
তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় দেহ তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত রেজাউল হোসেন বিপ্লবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।