প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ১৪:৫৭
নওগাঁ সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে নওগাঁ সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে ভোটারদের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
এছাড়া সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যকরী সদস্য ৫সহ মোট বিভিন্ন পদে ১১জন পার্থী নির্বাচিত হয়।নির্বাচনে ২৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। সমিতির সদস্য সংখ্যা ১৩৫ জন ভোটারের মধ্যে ১৩২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার দায়িত্বে ছিলেন মো.আসাদুজ্জামান সুমন।
নির্বাচন বিষয়ে নওগাঁ সদর দলিল লেখক সমতিরি সদস্য ইয়া কাহারুল ইসলাম নয়ন বলেন, দীর্ঘ দিন আহবায়ক কমিটি দিয়ে সমিতি চলছিল । কিন্তু এবার সকলের ভোটে নির্বাচিত কমিটি পেয়ে সকলে আনন্দিত। আমরা সবাই সমিতির নির্বাচিত দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা মোতোবেক এক সাথে কাজ করবো। সেই সাথে তাদের সব ধরনের সহায়তা করে যাবো।
নির্বাচনের ফল ঘোষনার পর নির্বাচিতদের ফুল দিয়ে বরন করে নেয় নওগাঁ সদর দলিল লেখক সমিতির সদস্য ইয়া কাহারুল ইসলাম নয়ন, আবু বক্কর সিদ্দিক, বজলার রহমান,আতিকুর রহমান সহ অন্যআন্য সদস্যরা। এসময় পরাজিত প্রার্থীরাও বিজয়ীদের পাশে থেকে এক সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।