প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ১৪:২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়র প্রার্থী এস এম নজরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। শুক্রবার সকাল ১১ টায় উল্লাপাড়া পৌরসভার নির্বাচন কমিটির আযোজনে ফুড পার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর তার নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,সিরাজগঞ্জ জেলা আওয়ামিলীগের সদস্য হাফিজুর রহমান হাফিজ,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহব্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী,মাহবুব সরোয়ার বকুল,শিক্ষক ইউসুফ আলী মন্টু সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ
মতবিনিময় সভায় বর্তমান মেয়র ও দলীয় মেয়র পার্থী এস.এম. নজরুল ইসলাম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিকে দলীয় ভাবে আওয়ামিলীগ থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। এজন্য ,‘জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ, তিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আশা করি উল্লাপাড়া পৌরবাসী সে মর্যাদা রাখবে। আর আমিও জনগণের মেয়র হয়ে সেবা করে যাবার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।
’এসময় তিনি সাংবাদিকসহ দলের সর্বস্তরের নেতাকর্মিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেন।সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাহিরেও সাংবাদিকদের নিকট সহোযোগিতা কামনা করেন এস.এম.নজরুল ইসলাম।তিনি বলেল, বিগত দিনে আমি মেয়র হিসেবে থেকে জনগনের সেবা করেছি, তাছাড়া আমার পৌরসভাকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, নারী নির্যাতন মুক্ত পরিবেশবান্ধব সমাজ গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।