প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ১৭:৫৯
নেছারাবাদে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব তালুকদার (২১) ও ফারুক হাওলাদার (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নেছারাবাদ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উত্তর জগন্নাথকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
এ সময় দুই মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রজু করে বৃহস্পতিবার সকালে তাদেরকে পিরোজপুর আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত রাকিব তালুকদার ও ফারুক হাওলাদার সেহাঙ্গল গ্রামের বাসিন্দা।