নাটোরের লালপুরে ট্রাক-চার্জার ভ্যানের সংঘর্ষে নিহত দুই

নিজস্ব প্রতিবেদক
আশিকুর রহমান
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪ ০১:৩৮ অপরাহ্ন
নাটোরের লালপুরে ট্রাক-চার্জার ভ্যানের সংঘর্ষে নিহত দুই

নাটোরের লালপুরে আজ (২৬ নভেম্বর) সকালে ট্রাক ও চার্জার ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান মোড়ে, যেখানে একটি সুপারি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চার্জার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ট্রাক চালক ও ভ্যান চালকের মৃত্যু হয়।


নিহতদের মধ্যে চার্জার ভ্যানের চালক অলপু থান্দার (৪৫) স্থানীয় কদিমচিলান এলাকার ইসরুথান্দারের ছেলে, এবং ট্রাক চালক মোস্তাকিম (২৪) বাগেরহাট জেলার জালাল উদ্দিনের ছেলে। 


স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাতটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি নাটোরের দিকে যাচ্ছিল, কিন্তু কদিমচিলান মোড়ে আসার পর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি প্রথমে চার্জার ভ্যানটিকে ধাক্কা দেয় এবং পরে পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে থেমে যায়। ঘটনাস্থলেই চার্জার ভ্যানের চালক মারা যান। ট্রাক চালক ট্রাকের মধ্যে আটকা পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করে, কিন্তু হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। 


বনপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, "এই দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও চার্জার ভ্যান উদ্ধার করে থানায় আনা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।"


এছাড়া, দুর্ঘটনার পর স্থানীয়রা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা কমানোর জন্য দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।


পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আরও তদন্ত চলছে এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।