প্রকাশ: ১ আগস্ট ২০২১, ১:৩১
পটুয়াখালীর কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় কলাপাড়া পৌরশহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এ কর্মসূচী পালিত হয়েছে।
বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক জি.এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে কৃষক সমাবেশে বক্তব্যে রাখেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম,
বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার যুগ্ন আহবায়ক শিক্ষক আতাজুল ইসলাম, সদস্য নয়নাভিরাম গাঈন, কৃষক মো. ইসমাইল হোসেন ও সফেজ উদ্দিন প্যাদা।
কৃষক সমাবেশে বক্তারা বলেন, কলাপাড়ায় গত এক সপ্তাহের টানা ভারী বৃষ্টিপাতের কারনে উপজেলার ১২ টি ইউনিয়নের খাল,বিল নদী ,নালা পানিতে পানিতে ডুবে আছে । মাছ শিকারের স্বার্থে প্রভাবশালীরা খালে ও নালায় বাঁধ দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করেছে।
এছাড়াও স্লুইসগেট আটকে রেখে মাছ শিকার করছে এক শ্রেনীর প্রভাবশালী। এতে হাজার হাজার কৃষকের আমন বীজতলা তৈরী করতে পারছে না। অপরদিকে যেসকল কৃষক বীজতলা তৈরী করেছে তাও পানিতে তলিয়ে গিয়ে পচন ধরেছে।
জলাবন্ধতার কারনে অধিকাংশ কৃষকের বর্ষাকালীন সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে । এসময় কৃষকরা জেলা প্রশানের কাছে বাঁধ কেটে দিয়ে জলাবদ্ধতা নিরসনের দাবী জানান।