ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শীত মৌসুমে তীব্র গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় রান্নার কাজ ব্যাহত হচ্ছে, অনেককে বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে। কখনও ভোরে, কখনও গভীর রাতে সামান্য সময়ের জন্য গ্যাস সরবরাহ থাকলেও তা টিকছে মাত্র ঘণ্টাখানেক।
উপজেলার সদর, উচালিয়া পাড়া সহ বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে টানা কয়েকদিন গ্যাস না থাকায় বাড়ির ছাদে ইট বসিয়ে কাঠ পুড়িয়ে জরুরি রান্নার কাজ সারছেন কেউ কেউ। কেউ আবার সিলিন্ডার গ্যাস কিনে, তেলের চুলা বা অবৈধ ইলেকট্রিক হিটারে রান্নার কাজ চালিয়ে নিচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানান, গ্যাস না থাকলেও নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে, যা তাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে।
উপজেলার গৃহিণী রাবিয়া জানান, সকাল ৬টার পর থেকেই গ্যাস উধাও হয়ে যায় এবং সারাদিন আর গ্যাস থাকে না। রাত ৭টার পর গ্যাস এলেও রান্নার কাজ শেষ করতে মধ্যরাত পেরিয়ে যায়। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক বাসায় বাচ্চারা সকালে নাস্তা খেতে পারছে না, বাইরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে।
শীতের এই তীব্র গ্যাস সংকটে মুমূর্ষু রোগী ও বৃদ্ধরাও চরম কষ্টে দিন পার করছেন। সকালে গরম পানি না পাওয়ায় দৈনন্দিন প্রয়োজনীয় কাজগুলো করা দুঃসাধ্য হয়ে পড়েছে। অনেক বাসিন্দা অভিযোগ করেন, দিনের বেলায় গ্যাস না থাকায় পরিবারগুলোকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ আলম বলেন, গ্যাসের চাপ কম থাকায় বাসাবাড়িতে সরবরাহ ব্যাহত হচ্ছে। গ্যাস শিল্প, বিদ্যুৎ, সার এবং সিএনজি খাতে সরবরাহের পর বাড়িতে গ্যাসের চাপ অনেক কমে যায়। শীতকালে এমন সমস্যা বাড়ে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয়রা এই গ্যাস সংকটের দ্রুত সমাধান চেয়েছেন। গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সরাইলে গ্যাস সংকট শুধু দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটাচ্ছে না, এটি মানুষকে বাড়তি খরচ এবং মানসিক চাপেও ফেলছে।
সরাইলের সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের বিষয়টি উপেক্ষিত থেকে আসছে। সময়মতো গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই এ সমস্যার স্থায়ী সমাধান জরুরি।
গ্যাস সংকটের কারণে সরাইলের অনেক বাসিন্দা সিলিন্ডার বা বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্য হলেও এসব ব্যবস্থা সবার জন্য সহজলভ্য নয়। তাই দ্রুত গ্যাস সরবরাহের চাপ বাড়ানোর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন সরাইলবাসী।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।