নওগাঁয় কুয়াশায় ঢাকা সূর্য, বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২৫ ০৩:২৮ অপরাহ্ন
নওগাঁয় কুয়াশায় ঢাকা সূর্য, বিপর্যস্ত জনজীবন

নওগাঁয় গত কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই, আর কুয়াশা ঝরছে বৃষ্টির মতো। মাঘের শুরুতে শীতের প্রকোপ কম থাকলেও গত দুই দিন ধরে শীতের দাপট বেড়েছে। বৃহস্পতিবার নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রোদহীন দিন আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার সাধারণ মানুষের জীবনযাত্রা।  


স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকে আকাশ মেঘে ঢাকা থাকে এবং বেলা বাড়লেও কুয়াশা পুরোপুরি কাটে না। সন্ধ্যা আর রাতের সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরে, যা ঠান্ডার মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। বিশেষত নিম্ন আয়ের মানুষদের জন্য এই শীত কষ্টসাধ্য হয়ে উঠেছে।  


নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকার শহিদুল হক বলেন, মেঘ আর কুয়াশার কারণে সূর্য দেখা যাচ্ছে না। এমন ঠান্ডা আবহাওয়ায় কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। ঠান্ডা বাতাসের কারণে দীর্ঘক্ষণ কাজ করলে হাত-পা অবশ হয়ে আসে। 


বর্ষাইল এলাকার কৃষক সোহরাব হোসেন জানান, এই সময় ধান রোপণের কাজ শুরু হয়েছে, কিন্তু জমির পানি এত ঠান্ডা যে মনে হয় বরফ। এমন ঠান্ডায় ধান রোপণ করতে পারা কঠিন হয়ে পড়েছে। শীতের প্রকোপে কৃষি কাজেও ব্যাঘাত ঘটছে।  


কুয়াশার কারণে আবহাওয়ার পরিবর্তনজনিত নানা অসুবিধায় পড়েছেন কৃষক ও শ্রমজীবী মানুষ। যারা জীবিকার তাগিদে প্রতিদিন বাইরে কাজ করেন, তারা ঠান্ডার তীব্রতার জন্য ঠিকমতো কাজ করতে পারছেন না। অন্যদিকে, বয়স্ক ও শিশুরা শীতজনিত নানা অসুখে ভুগছেন।  


নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, কুয়াশার ঘনত্ব বেশি থাকায় তাপমাত্রা আরও বেশি নিচে নেমে ঠান্ডা অনুভূত হচ্ছে। গত দুই দিন ধরে সূর্য কার্যত অদৃশ্য, আর সেই সঙ্গে হিমেল হাওয়া শীতকে বাড়িয়ে তুলছে।  


এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, শীতপ্রধান এলাকাগুলোতে জনগণকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের শীতবস্ত্র বিতরণ বাড়ানো জরুরি। পাশাপাশি শিশু ও বয়স্কদের সুরক্ষার জন্য স্বাস্থ্য সচেতনতা বাড়ানোরও তাগিদ দিয়েছেন তারা।  


নওগাঁর মানুষ শীতের এই সময়ে বিপর্যস্ত জীবনে অভ্যস্ত হলেও এবারের শীতের প্রকোপ কিছুটা বেশি মনে হচ্ছে। সূর্যের অনুপস্থিতি এবং কুয়াশায় ঢাকা পরিবেশ তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে।