শরীয়তপুরে থানার ওসি আল আমিনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মেহেদী হাসান - শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২৫ ০৩:৪৫ অপরাহ্ন
শরীয়তপুরে থানার ওসি আল আমিনের মৃত্যু

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলায় তার নিজ কক্ষ থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। 


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে থানায় তার একাধিক সহকর্মী ও কর্মকর্তার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু বৃহস্পতিবার সকালে তাকে খোঁজার পর তার কক্ষে দরজা বন্ধ পাওয়া যায়। এরপর পুলিশ তাকে উদ্ধারের জন্য কক্ষের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। 


এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা জানালেও, এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 


মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে শরীয়তপুর জেলার পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। 


এদিকে, আত্মহত্যার প্রমাণ পাওয়া না গেলে অন্য কোন পরিস্থিতিতে তার মৃত্যু ঘটেছে, তা খতিয়ে দেখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 


এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং পুলিশ এ ঘটনার বিস্তারিত জানাতে আরও সময় নিবে বলে জানিয়েছেন।