মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক
শওকত ইসলাম- মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ন
মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম এলাকায় বৈধ কাগজপত্র না থাকায় ১৫৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।  


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে স্থানীয় সময় ১টায় সেকশন-১২ নির্মাণ সাইটে শ্রমিকদের আবাসনে অভিযান চালায় অভিবাসন বিভাগ। ৪০০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের আওতায় ১৩৪ জন পুরুষ ও ১৯ জন নারীকে আটক করা হয়।  


আটক অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ৬৪ জন, ইন্দোনেশিয়ান ৫৬ জন, মিয়ানমারের ২৭ জন, নেপালের ৫ জন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন।  


সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানিয়েছেন, অভিযানকালে দেখা যায় নির্মাণ সাইটের বেশ কয়েকটি তলা শ্রমিকদের আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সেসব স্থান ছিল অপরিচ্ছন্ন এবং দুর্গন্ধযুক্ত।  


অভিযানে ধরা পড়া অভিবাসীদের বৈধ কাগজপত্র না থাকার কারণে তাদের বিরুদ্ধে অভিবাসন আইনে মামলা দায়ের করা হবে। মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিকদের বৈধতার ওপর জোর দিচ্ছে এবং অবৈধ অভিবাসীদের ধরতে কঠোর ব্যবস্থা নিচ্ছে।  


এই ধরণের অভিযানের মাধ্যমে অবৈধ অভিবাসীদের নির্মূল করার চেষ্টা করছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। তবে আটক বাংলাদেশিদের দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।