রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকারের ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি হয় ৬৩ হাজার ৭৫০ টাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল বেলায় রতন হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সেটি নিয়ে আসা হয় দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে কেসমত মোল্লার আড়তে। সেখানে অনুষ্ঠিত নিলামে প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৬২ হাজার ৫০০ টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
চান্দু মোল্লা জানান, মাছটি আড়তে আনার পর বেশ হুলস্থুল পড়ে যায়। সবাই দেখতে ভিড় জমায়। পরে তিনি দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করেন এবং অবশেষে ঢাকার এক প্রবাসী ক্রেতার কাছে প্রতি কেজি ২ হাজার ৫৫০ টাকা দরে মোট ৬৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেন। এতে তিনি প্রায় ১ হাজার ২৫০ টাকা লাভ করেছেন।
স্থানীয় জেলেরা জানান, পদ্মা নদীতে এমন বড় মাছ পাওয়া এখন খুবই বিরল হয়ে গেছে। একসময় এ নদীতে বিশাল আকারের পাঙ্গাস, কাতলা, বাঘাইরসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ত। কিন্তু নদী ভাঙন, পানি দূষণ ও অব্যাহত দখলদারিত্বের কারণে এখন বড় মাছ দেখা যায় কদাচিৎ। তাই এ ধরনের মাছ ধরা পড়লে তা স্থানীয়দের জন্যও এক ধরনের উৎসব হয়ে ওঠে।