প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৫

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের বহুল আলোচিত মিনি নিলাম। ১৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে মাত্র ৩৫০ জনকে। তাদের মধ্যেই জায়গা পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। মঙ্গলবার ক্রিকবাজের প্রতিবেদন থেকে জানা যায়, বিসিসিআই নিলামের সময়সূচি জানিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ই-মেইল পাঠিয়েছে। স্থানীয় সময় দুপুর ১টা (বাংলাদেশ সময় ৩টা) থেকে শুরু হবে আনুষ্ঠানিক নিলাম।
