প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৪৬

আর মাত্র এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ড্র অনুষ্ঠান। ৪৮ দলের এই বিস্তৃত টুর্নামেন্টে প্রতিযোগিতামূলক ভারসাম্য বজায় রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঘোষিত নীতিমালা অনুযায়ী, র্যাঙ্কিংয়ের সেরা চার দল—স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স এবং ইংল্যান্ড—গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালের আগে তাদের মধ্যে কোনো ম্যাচ হবে না।
