প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১২
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৪ অক্টোবরের পরিবর্তে ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। রোববার (২১ সেপ্টেম্বর) ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচন রাজধানীর হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় পরিচালক নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। পরে ওই দিন রাতেই সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন।