প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৬:৫৮
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে উঠেছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে দিনের দ্বিতীয় সেশন শেষে ৫৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করেছে। এই সেশনে বাংলাদেশ দলের জন্য হতাশার দিক হলো তারা কোনো উইকেটই পেতে পারেনি, যার ফলে সফরকারীরা তাদের ব্যাটিং শক্তির পরিচয় দিয়েছে।