প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ১৮:৫৯
বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রত্যাবাসন নিয়ে উদ্যোগ গ্রহণের খবর রোহিঙ্গা শিবিরে নতুন আলো জাগিয়েছে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা রোহিঙ্গাদের মধ্যে এখন প্রত্যাবাসন নিয়ে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।