নারী নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ পুলিশের নতুন হটলাইন

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ১০ই মার্চ ২০২৫ ০৪:৩৪ অপরাহ্ন
নারী নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ পুলিশের নতুন হটলাইন

বাংলাদেশ পুলিশ নারীর প্রতি নির্যাতন, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা, যৌন হয়রানি ও আক্রমণাত্মক ভঙ্গি বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে নতুন হটলাইন সেবা চালু করেছে। সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে পুলিশের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর এ কথা জানান। তিনি বলেন, “এই সেবা নারীদের জন্য বিশেষভাবে সহায়ক হবে, যাতে তারা নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন।”


নতুন হটলাইন নম্বরগুলো হলো- ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। এই নম্বরগুলো ২৪ ঘণ্টা দিনরাত্রি চালু থাকবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে অঙ্গীকারবদ্ধ।


এছাড়া, সাইবার অপরাধের শিকার নারীদের জন্য আইনি সেবা ও সুরক্ষা প্রদানে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজও চালু রয়েছে, যা পূর্বের মতোই সক্রিয় থাকবে। পুলিশের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর আরও জানান, “এই উদ্যোগে পুলিশের সহযোগিতার মাধ্যমে নারীরা তাদের নিরাপত্তা নিশ্চিতে আরও বেশি সহায়তা পাবেন।”


বাংলাদেশ পুলিশের এই পদক্ষেপটি নারীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবে এবং তারা নির্যাতনের শিকার হলে সহজেই সাহায্য নিতে পারবেন। পুলিশ প্রশাসন আশা করছে, এই হটলাইন সেবা নারী নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাইবার অপরাধের ক্ষেত্রে নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করবে।