পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা গ্রামে অবস্থিত এনায়েত হোসেন খান প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনষ্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ৭ জানুয়ারি, মঙ্গলবার বেলা ১১.৩০ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ইনষ্টিটিউটের হলরুমে আয়োজিত হয়, যেখানে সভাপতিত্ব করেন মাওলানা সামছুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আমেরিকা প্রবাসী এনায়েত হোসেন খান। তিনি বলেন, “আমি এই প্রতিষ্ঠানটি এলাকার স্বার্থে, দেশের স্বার্থে স্থাপন করেছি যাতে আমাদের ছেলে-মেয়ে নার্সিং ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ও বিদেশে চাকুরী সুযোগ পায় এবং স্বাবলম্বী হতে পারে। এটাই আমাদের মূল উদ্দেশ্য।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা, এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান। তারা সবাই এই প্রতিষ্ঠানের উন্নয়নে সকল সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ সাবরিনা সুলতানা সেতু, ৩নং কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, আর.এস.ডি.এম মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, হাফেজ মাওলানা সোলায়মান প্রমুখ।
প্রতিষ্ঠানের সহ-সভাপতি মো. আল মামুন খান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
এনায়েত হোসেন খান তার বক্তৃতায় আরও বলেন, “এলাকার স্বার্থে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে যা কিছু দরকার তা প্রদান করছি এবং ভবিষ্যতেও করবো।” তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন, যাতে করে এই প্রতিষ্ঠান আরও উন্নতি লাভ করতে পারে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।