গণআন্দোলনে শহীদের কন্যাকে দলবদ্ধ ধর্ষনের ঘটনার মূল আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: শুক্রবার ২১শে মার্চ ২০২৫ ০৭:২৬ অপরাহ্ন
গণআন্দোলনে শহীদের কন্যাকে দলবদ্ধ ধর্ষনের ঘটনার মূল আসামী গ্রেফতার

জুলাই আগষ্ট গণআন্দোলনে শহীদের কন্যাকে গনধর্ষনের মামলায় মুলহোতা ও পলাতক আসামী সিফাত মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার ভোর ৫ টায় পিরোজপুর জেলার নাজিরপুর থানার মালিখালি ইউনিয়নে আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে পটুয়াখালী ডিবি পুলিশের আভিযানিক দল। শুক্রবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ। 


তিনি আরো বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায়  জেলার দুমকি থানার পাঙ্গাশিয়া এলাকায় বাবার কবর জিয়ারত করে নানা বাড়ী যাওয়ার পথে পাঙ্গাশিয়া ইউনিয়নের  আলগী ০১ নং ওয়ার্ডে মৃত জলিল মুন্সির বাড়ীর সামনের রাস্তায় পৌঁছালে আসামী সিফাত ও সাকিব ভুক্তভোগীর দুই হাত ও মুখ চেপে ধরে একটি বাগানের মধ্যে নিয়ে জোর পূর্বক দলবদ্ধভাবে ধর্ষন করে। বুধবার দুপুরে ভুক্তভোগী থানায় গিয়ে এমন অভিযোগ করলে   জেলা পুলিশের একাধিক উর্ধ্বতন কর্মকর্তাগণ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে এবং  অভিযুক্ত সাকিব মুন্সি (১৭) কে পাঙ্গাশিয়া এলাকা হতে গ্রেফতার করে আদালতে সোপার্দ করে। অপর অভিযুক্ত পলাতক থাকায় তথ্য  প্রযুক্তির সহায়তায় শুক্রবার পিরোজপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় গত ১৯ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইন দুমকি থানায় মামলা করন ভুক্তভোগী নিজেই। মামলা নং-১১। 


আসামী মোঃ সাকিব মুন্সি পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদুয়ানী গ্রামর মৃত মামুন মুন্সির ছেলে এ বছর এসএসসি পরীক্ষার্থী  এবং মোঃ সিফাত মুন্সি একই গ্রামের সোহাগ মুন্সির ছেলে। স্থানীয় একটি সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র। সিফাতকে আদালতে সোপর্দের আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ঘটনায় কোন সহায়তাকারী বা অন্য কোন ব্যক্তি জড়িত আছে কিনা এ ব্যপারে তদন্ত চলমান আছে। যেই জড়িত থাকুক তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এসপি।


উল্লেখ্য ভুক্তভোগীর  বাবা গত জুলাইআগস্ট-২৪ এর বিপ্লবে গত ১৯-০৭-২০২৪ খ্রিঃ ঢাকার মোহাম্মাদপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে গত ২৯-০৭-২০২৪ খ্রিঃ শাহাদাৎ বরণ করেন।