ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ২১শে মার্চ ২০২৫ ০৪:৩০ অপরাহ্ন
ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বর বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২১ মার্চ) জুম্মা নামাজের পর গোয়ালন্দ উপজেলার সকল তৌহিদী জনতার ব্যানারের আয়োজনে গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


গোয়ালন্দ বাজার বড় মসজিদের খতিব ও হাফেজ, উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু সাইদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও উপজেলা ইমাম কমিটির সহ-সভাপতি মুফতি আজম আহম্মেদ, খতিব মুফতি আঃ লতিফ, খতিব মাওলানা জহিরুল ইসলাম, জামায়াত নেতা আব্বাস আলী মোল্লা, হাফেজ শরিফুল ইসলাম সহ কয়েক'শ মুসুল্লি। 


বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব হতে বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়, পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন, উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হোসাইন।


এসময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাকান্ডের মাধ্যমে প্রমান করেছে দখলদার ইসরাইলি একটি বর্বর সন্ত্রাসী রাষ্ট্র। তারা আরো বলেন, গাজায় এমন নৃশংস হামলায় বিশ্বের কোনো মানুষ ঘরে বসে থাকতে পারে না। ইসরাইল জাতি একটি অভিশপ্ত জাতি। বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা সমাবেশ থেকে এই বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোর দাবি জানাচ্ছি।