বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা এলাকায় নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন কালে অভিযান চালিয়ে ড্রেজারসহ ২ জনকে আটক করেছে হিজলা থানা পুলিশ।
এ ব্যাপারে হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার(৭ মার্চ) মধ্যরাতে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা ও মুলাদী উপজেলার সীমান্তবর্তী নয়াভাঙ্গলী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তার নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ড্রেজারসহ ২ জনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আটক ২ জন এবং ড্রেজারের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে হিজলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানান, একটি চক্র দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতের আধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। এছাড়াও ড্রেজার চালানোর শব্দে রাতে তাদের ঘুমের বিঘ্ন ঘটে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।