পদোন্নতি-বৈষম্যের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি শুরু

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - স্বাস্থ্য বিভাগ
প্রকাশিত: শনিবার ৮ই মার্চ ২০২৫ ১২:১৭ অপরাহ্ন
পদোন্নতি-বৈষম্যের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি শুরু

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকরা দুই দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন। শনিবার সকাল থেকে তিন দিন ধরে প্রতিদিন দুই ঘণ্টা করে চলবে এই কর্মসূচি। শুক্রবার বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।  


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ন্যায্য পদোন্নতি এবং সব ধরনের বৈষম্য দূর করার দাবিতে এই কর্মসূচি পালন করছেন। বিসিএস (স্বাস্থ্য) বিশেষজ্ঞ ফোরামের উদ্যোগে এবং বিভিন্ন চিকিৎসা সংগঠনের সমর্থনে ৮, ৯ ও ১০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি চলবে।  


কর্মসূচির অংশ হিসেবে চিকিৎসকরা হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ জানাচ্ছেন। তবে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি বিভাগকে কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে।  


ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের ন্যায্য অধিকার নিয়ে অসন্তোষ থাকলেও দাবি পূরণে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করতে হয়েছে।  


চিকিৎসকদের দাবি, স্বাস্থ্য ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকদের যথাযথ পদোন্নতি হচ্ছে না এবং অন্যদের তুলনায় তারা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে চিকিৎসাসেবার মান ক্ষতিগ্রস্ত হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।  


সংগঠনটি জানিয়েছে, তিন দিনের কর্মসূচি শেষেও দাবি পূরণ না হলে আগামী ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।  


এদিকে, কর্মবিরতির কারণে হাসপাতালগুলোর বহির্বিভাগে রোগীদের ভোগান্তি বেড়েছে। অনেক রোগী নির্ধারিত চিকিৎসককে না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন।  


চিকিৎসকদের আন্দোলন নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সমস্যা সমাধানে দ্রুত আলোচনার উদ্যোগ নেওয়া হতে পারে।