নওগাঁয় আল্লাহ ও রাসুল (সাঃ)কে কটূক্তির অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার উদ্যোগে শহরের নওজোয়ান মাঠের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি মুফতি রাশেদ ইলিয়াসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল্লাহ, সহ-সভাপতি মাওলানা আহমাদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল হাসেমি, প্রচার সম্পাদক মাওলানা আব্দুস সোবাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা অভিযুক্ত রাখাল রাহা ও হাসান গালিবকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, ইসলাম ও নবী করিম (সাঃ)-এর অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা আল্লাহ ও রাসুল (সাঃ)-কে কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে বলেন, এ ধরনের অপরাধ দমন করতে হলে কঠোর শাস্তির বিধান নিশ্চিত করতে হবে। তারা দ্রুত সংসদে এ বিষয়ে আইন পাসের আহ্বান জানান এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। গোটা মুসলিম সমাজ একতাবদ্ধ হয়ে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যদি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
বিক্ষোভে হাজারো মুসল্লি অংশ নেন এবং তারা বিভিন্ন ধর্মীয় স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। কর্মসূচির শেষ দিকে নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হলে ইসলাম অবমাননার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
বিক্ষোভ সমাবেশের কারণে শহরের প্রধান সড়কগুলোতে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শেষে, বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে ইসলাম অবমাননার বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।