খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ও বৈসাবি উদ্ভোধন।

নিজস্ব প্রতিবেদক
জসিমউদ্দিন জয়নাল, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ১১ই এপ্রিল ২০২৩ ০১:০১ অপরাহ্ন
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ও  বৈসাবি উদ্ভোধন।

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  বাংলা নববর্ষ ও  বৈসাবি উদ্ভোধন। নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়ে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের প্রাণের উৎসব বৈসাবি। ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু, মারমা সম্প্রদায়ের সাংগ্রাই, চাকমা সম্প্রদায়ের বিজু এবং বাঙ্গালিদের চৈত্র সংক্রান্তি ও নববর্ষ বরণ।


মঙ্গলবার (১১ এপ্রিল ২০২৩ইং) সকাল ৯টার  দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে  পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে বৈসাবি উৎসব উদ্ভোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। উদ্ভোধনের পরপরই বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন বাহারী রঙ্গে পোষাকে সজ্জিত পুরো শহরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিদিবসটি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে খাগড়াছড়ি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি টাউনহল প্রাঙ্গনে বিভিন্ন জাতিগোষ্ঠির মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী,র সঞ্চালনায়  খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো:সহিদুজ্জামান,খাগড়াছড়ি মংসার্কেল এর রাজা সাচিংপ্রু চৌধুরী  খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


এসময় ডিজিএফআই এর ডেট কমান্ডার লে. কর্নেল শাহ আলম সিদ্দিকী, খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে.কর্ণেল আবুল হাসনাত, এসিইউ ডেট কমান্ডার মেজর রেজা-ই-রাব্বি,এনএসআই যুগ্ন-পরিচালক মো:ফিরোজ রাব্বানী, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর প্রধান নির্বাহী কৃষ্ণ লাল চাকমা,  খাগড়াছড়ি পার্বত্য জেলা  পরিষদের  মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,  পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, খাগড়াছড়ি সিভিল সার্জন ডা:মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি বিভাগীয় বনকর্মকর্তা মো:হুমায়ন কবির,  খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো:সাইফুল্লাহ  সহ জেলার উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে  ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পাহাড়ের সকল জনগোষ্ঠি যাতে সম্প্রীতির মাধ্যমে বসবাস করতে পারে সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্রগ্রামে এক সময় সমস্যা ছিল বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার   যোগ্য নেতৃত্বে পাহাড়ে শান্তিচুক্তি বাস্তবায়নের ফলে পাহাড়ে শান্তির সু-বাতাস বইছে।