মিথ্যা তথ্যের কারণে বাজার নিয়ন্ত্রণে হিমশিম: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: রবিবার ১৯শে জানুয়ারী ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন
মিথ্যা তথ্যের কারণে বাজার নিয়ন্ত্রণে হিমশিম: প্রেস সচিব

বিগত আওয়ামী লীগ সরকারের মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর নীতির কারণে বর্তমান অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সকালে কৃষি সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণ উদ্বোধনের সময় তিনি এই মন্তব্য করেন।  


প্রেস সচিব বলেন, বিগত সরকার বছর পর বছর উৎপাদন বৃদ্ধির ভুয়া তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। বাস্তবতা হচ্ছে, উৎপাদন কম ছিল, যার প্রভাব পড়েছে বাজারে। বর্তমানে অন্তর্বর্তী সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে।  


শফিকুল আলম আরও জানান, আলুর উৎপাদন কম হওয়ায় এর দাম বেড়েছে। অথচ পূর্ববর্তী সরকার আলুর বাম্পার ফলন দেখিয়েছিল। এই ধরনের মিথ্যা তথ্য এখনকার বাজার সংকটের জন্য দায়ী।  


সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তবে পূর্ববর্তী সরকারের নীতিগত ভুল এবং বিভ্রান্তিকর তথ্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।  


তিনি শেখ মুজিবুর রহমানের জুট চুক্তিকে একটি আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন। এর ফলশ্রুতিতে ১৯৭৪ সালে ১০ লাখ মানুষ না খেয়ে মারা যায় বলে মন্তব্য করেন তিনি।  


২০২৫ সালের বাজেট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এটি জনবান্ধব হবে। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিকতার ভিত্তিতে নেওয়া হয়েছে।  


নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা হবে। সেইসঙ্গে সরকারের সংস্কার পরিকল্পনার ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ হবে।  


আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই বলে উল্লেখ করেন তিনি। তবে দলটির নেতাদের মধ্যে যাদের হাতে রক্ত আছে, তাদের বিচারের আওতায় আনা হবে। এই বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেন প্রেস সচিব।