ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়কসহ বৃহত্তর দক্ষিণাঞ্চলের অতি গুরুত্বপূর্ণ প্রকল্প বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে গণ অধিকার পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) রফিকুল ইসলাম রাসেল। গণ অধিকার পরিষদ বরিশাল মহানগরের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদারের সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তব্য রাখেন মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান সিকদার, মহানগর শ্রমিক অধিকার পরিষদের ইলিয়াস ফরাজি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু এর সাথে সঙ্গতিপূর্ণ সড়ক ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা বাড়ছে। বিশেষ করে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়ক নির্মাণ প্রকল্প বাতিল হলে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত ও জীবনযাত্রার উন্নতি থমকে যাবে। বক্তারা বলেন, একটি অঞ্চলের উন্নতি নির্ভর করে তার যোগাযোগ ব্যবস্থার উন্নতির উপর।
তারা আরও বলেন, আমরা দেশের মানুষের অধিকার আদায়ের জন্য যুগের পর যুগ লড়াই করেছি, কিন্তু এখন যদি এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাতিল করা হয়, তাহলে দক্ষিণাঞ্চলবাসীর জীবন আরো দুর্বিষহ হয়ে উঠবে। এই প্রকল্প বাতিল না করে দ্রুত বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান বক্তারা।
মানববন্ধন শেষে জেলার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এর আগে, প্রতিবাদ মিছিল বের করে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এদিকে গণ অধিকার পরিষদের নেতারা জানিয়ে দেন, যদি এ সিদ্ধান্ত পরিবর্তন না হয়, তাহলে বৃহত্তর দক্ষিণাঞ্চলের মানুষের অধিকার আদায়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।