ভারতীয় মুদ্রা রুপি ডলারের বিপরীতে আরও দরপতন ঘটিয়ে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে প্রতি ডলারের বিপরীতে রুপির মূল্য দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৯৭। শুক্রবার ডলারের শক্তিশালী অবস্থান, অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি এবং স্থানীয় ইকুইটি বাজারের নেতিবাচক প্রভাব মিলে এই দরপতনের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গত বছরের শেষ দিক থেকে ধারাবাহিকভাবে রুপির দর কমতে শুরু করে। কয়েক দফায় পতনের পরও তা থামছে না। একদিন আগেই রয়টার্সের এক সমীক্ষায় বলা হয়েছিল, রুপি আরও দুর্বল হয়ে ডলারের বিপরীতে ৮৬-তে নেমে যেতে পারে। এর ২৪ ঘণ্টার মধ্যেই রুপির দর নতুন নিম্নমুখী রেকর্ড গড়ে।
রুপির এই অবমূল্যায়নে ভারতের বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজারে অস্থিরতা বেড়েছে। আমদানি-রপ্তানির খরচ বাড়ছে, যা সরাসরি প্রভাব ফেলছে সাধারণ মানুষের জীবনে। বিদেশে শিক্ষার্থীদের পড়াশোনার খরচ থেকে শুরু করে পণ্যের আমদানিতেও বাড়তি ব্যয় করতে হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এই পতনের ধারা অব্যাহত থাকলে ভারতীয় অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি হতে পারে। শেয়ারবাজারেও এর নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। রুপির দরপতন সামলাতে ভারত সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।