মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মৌলভীবাজার পৌরসভার হল মিলনায়তনে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুকে। তিন সদস্যবিশিষ্ট এ কমিটির অপর সদস্য হলেন সাবেক প্রচার সম্পাদক হাফিজুর রহমান তুহিন চৌধুরী, যিনি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে, তিন সদস্যবিশিষ্ট শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে। পৌর বিএনপির সাবেক সদস্যসচিব শামীম আহমদ আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাবেক কাউন্সিলর মিল্লাদ হোসেন মিরাশদারকে এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশিদুল হাসান।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এ কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন এবং সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক মিফতা সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, আলহাজ মুজিবুর রহমান চৌধুরী এবং জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
সভার প্রধান অতিথি অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি দ্রুত সময়ের মধ্যেই ঘোষণা করা হবে। তিনি নতুন কমিটির নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ কমিটি গঠনের মাধ্যমে শ্রীমঙ্গল বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।