রাজবাড়ীতে সেনা অনুশীলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ৫ই জানুয়ারী ২০২৫ ০৩:১৮ অপরাহ্ন
রাজবাড়ীতে সেনা অনুশীলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

শীতকালীন ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করতে রাজবাড়ী পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার দুপুর সাড়ে ১২ টায় হেলিকপ্টারে করে তিনি কালুখালীর মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুড়ায় অবতরণ করেন।  


জানা গেছে, রাজবাড়ীর কালুখালী উপজেলার চর খাপুড়া এবং চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই শীতকালীন ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টা এ অনুশীলন প্রত্যক্ষ করবেন এবং সমাপনী বক্তব্য প্রদান করবেন।  


ড. মুহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানাতে উপস্থিত রয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং যশোর এরিয়ার জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।  


প্রায় ১ ঘণ্টাব্যাপী এ ম্যানুভার অনুশীলনে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকার আধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো বাহিনী। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশ নিচ্ছে।  


এর আগে গত ২ জানুয়ারি বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে প্রধান উপদেষ্টার এ অনুষ্ঠানে যোগ দেওয়া স্থগিত হয়েছিল। তবে আবহাওয়া অনুকূলে থাকায় আজকের অনুষ্ঠানে তার আগমন সফলভাবে সম্পন্ন হয়।  


অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা। অনুশীলন শেষে প্রধান উপদেষ্টা বক্তব্য প্রদান করবেন এবং সামরিক কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে আলোচনা করবেন বলে জানানো হয়েছে।