পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত, অপর যাত্রী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: সোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪ ০৫:১২ অপরাহ্ন
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত, অপর যাত্রী গুরুতর আহত

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মো. মারুফ শেখ (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রুদ্র বড়াল (২৮) নামের আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সদর উপজেলার ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে এই দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে পিরোজপুরের কাউখালি থেকে আসা একটি মোটরসাইকেল কুমিরমারা প্রান্তে বাংলাদেশ চীন মৈত্রী সেতুর হুইল গার্ডারের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক মারুফ শেখ মারা যান। দুর্ঘটনার সময় সাইকেলের অপর আরোহী রুদ্র বড়াল ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।


পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশিতা জানান, দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, তবে গুরুতর আহত রুদ্র বড়ালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, ঘটনাস্থলে গিয়ে এক জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


নিহত মারুফ শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রাম এলাকার মো. ইদ্রিস শেখের ছেলে এবং আহত রুদ্র বড়াল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রবিন্দ্র বড়ালের ছেলে।


বার্তা প্রেরক: সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি