নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানকে সরকারি চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সম্প্রতি সরকারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
সূত্র জানায়, গত ২৫ ডিসেম্বর ঢাকার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজিত এক সভায় মোহাম্মদ নায়িরুজ্জামান অনলাইনে যুক্ত হয়ে সরকারের বিরুদ্ধে বক্তব্য দেন। তার এই বক্তব্যকে আপত্তিকর হিসেবে গণ্য করা হয়েছে এবং তা সরকারি চাকরিবিধি লঙ্ঘনের শামিল বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নায়িরুজ্জামানকে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে। যে কোনো সময় জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে পারে।
মোহাম্মদ নায়িরুজ্জামান ২৫তম বিসিএস ক্যাডারের একজন প্রশাসন কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। তবে অন্তর্বর্তী সরকারের সময় তাকে পদোন্নতি দিয়ে নীলফামারীর ডিসি পদে নিয়োগ দেওয়া হয়।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে আরও কয়েকটি পদায়নের তথ্য জানানো হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মিজ শামীম আরা রিনিকে কুষ্টিয়ার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে নীলফামারীর ডিসিকে নিয়ে সরকারি মহলে আলোচনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, সরকারি চাকরিবিধি লঙ্ঘনের বিষয়টি আরও সতর্কতার সঙ্গে তদন্ত করা উচিত ছিল।
**ইনিউজ৭১**
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।