টেকনাফে পাহাড় থেকে বনকর্মীসহ ১৭ শ্রমিক অপহরণ

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: সোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪ ০৪:০৫ অপরাহ্ন
টেকনাফে পাহাড় থেকে বনকর্মীসহ ১৭ শ্রমিক অপহরণ

কক্সবাজারের টেকনাফে পাহাড়ে বন বিভাগের কাজ করার সময় এক বনকর্মকর্তাসহ ১৭ শ্রমিককে অপহরণ করেছে দুষ্কৃতকারী দল। অপহৃতদের বেশিরভাগই রোহিঙ্গা শ্রমিক বলে জানা গেছে।  


সোমবার সকাল ১০টার দিকে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর কাছে মোনাফ গার্ডেন এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃতরা পাহাড়ে আগাছা পরিষ্কার ও চারা রোপণের কাজে নিয়োজিত ছিলেন।  


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ এহসান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, "হ্নীলা জাদিমুড়া পাহাড়ে বন বিভাগের চারা রোপণ এবং আগাছা পরিষ্কার করতে গিয়ে ১৭ জন শ্রমিককে অপহরণ করা হয়েছে। খবর পাওয়ার পর বন বিভাগ, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযানে নেমেছে।"  


অপহৃতদের মধ্যে পরিচয় পাওয়া কয়েকজন হলেন আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০) এবং সফি উল্ল্যাহ (৩০)। বনকর্মীদের মধ্যে সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) এবং রফিকের নাম জানা গেছে।  


স্থানীয়দের দাবি, পাহাড়ি এলাকায় সন্ত্রাসী গ্রুপের সক্রিয়তা আগেও দেখা গেছে। তবে এ ধরনের বড় ধরনের অপহরণের ঘটনা বিরল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযান চলছে এবং অপহৃতদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।  


পাহাড়ি এলাকায় বন বিভাগের কার্যক্রম পরিচালনা করতে নিরাপত্তার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এই ঘটনায় দুষ্কৃতকারীদের দ্রুত আটক এবং শ্রমিকদের উদ্ধারের দাবি জানিয়েছেন।  


উল্লেখ্য, টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকাগুলোতে সন্ত্রাসী কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি নতুন নয়। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অভিযান জোরদার করার কথা বলেছে।