কাউখালীতে মাদক ব্যবসায়ী পারভেজ মহাজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: সোমবার ১৬ই ডিসেম্বর ২০২৪ ০৬:২৫ অপরাহ্ন
কাউখালীতে মাদক ব্যবসায়ী পারভেজ মহাজন গ্রেফতার

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী পারভেজ মহাজনকে গ্রেফতার করেছে। 


কাউখালী থানা সূত্রে জানা গেছে, কাউখালী থানার এসআই মোঃ মাসুদ আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আসপদ্দি গ্রামের ফোরকান মহাজনের ছেলে পারভেজ মহাজন (৩৪)কে রবিবার গভীর রাতে কাউখালী সদরের কচুয়াকাঠি গ্রামের শামসুল হক হাওলাদারের বাড়ির উত্তর পাশের রাস্তার উপর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ  মাদক ব্যবসায়ী পারভেজ মহাজনকে গ্রেফতার করে। 


এ ব্যাপারে সোমবার ১৬ ডিসেম্বর কাউখালী থানায় মামলা হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, মাদক ব্যবসায়ী পারভেজ মহাজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।