সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু

নিজস্ব প্রতিবেদক
মোঃ শামছুল হক - সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ১৫ই নভেম্বর ২০২৪ ১০:১৪ অপরাহ্ন
সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু

দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর অবশেষে চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। গত ৪ আগস্ট থেকে বন্ধ থাকা এই ট্রেনটি চলাচল ফের শুরু হওয়ায় সিরাজগঞ্জবাসী স্বস্তি প্রকাশ করেছেন। রেল কর্তৃপক্ষকে চাপ দেওয়া এবং বিভিন্ন আন্দোলনের পর আজ (১৫ নভেম্বর) শুক্রবার সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ভোর ৬টায় ট্রেনটি ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। 


গত আগস্টে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের কারণে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন বন্ধ করা হয়েছিল। এরপর থেকেই সিরাজগঞ্জবাসী, বিশেষ করে ব্যবসায়ীরা, বিভিন্ন ধরনের প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যান, যার মধ্যে মানববন্ধন, লিফলেট বিতরণ, দেয়াল লিখন, এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান উল্লেখযোগ্য। এমনকি, ট্রেনটি চালু না হলে সিরাজগঞ্জের হাইওয়ে সড়ক অবরোধের হুমকি দেওয়া হয়। 


এখন, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পুনরায় চালু হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে খুশির ঝড় বইছে, যদিও ছুটির দিন হওয়ার কারণে আজ যাত্রী সংখ্যা তুলনামূলক কম ছিল। তবে, রেল কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার্থে অনলাইনে টিকিট প্রাপ্তির ব্যবস্থা করেছে। 


পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ জানিয়েছেন, ট্রেনটি পূর্বের সময়সূচি অনুযায়ী চলবে এবং ক্ষতিগ্রস্ত স্টেশনগুলোর মেরামতও করা হবে। এছাড়া, ট্রেনের আধুনিকায়ন এবং শীতাতপনিয়ন্ত্রিত কামরা সংযোজনের জন্য কাজ চলমান থাকবে।


এমন উদ্যোগ সিরাজগঞ্জবাসীর জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে, যা উষ্ণ স্বস্তির সঞ্চার করেছে।