পিরোজপুরে গ্রাম পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: বুধবার ১৩ই নভেম্বর ২০২৪ ১১:১৬ পূর্বাহ্ন
পিরোজপুরে গ্রাম পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের রেখাখালী গ্রামে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ সজল মিস্ত্রি (২৭) গ্রেফতার হয়েছেন। গত সোমবার (১১ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। স্কুল ছাত্রীর ভাই নেহার হালদার বাদী হয়ে ১২ নভেম্বর ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন।  


অভিযোগ অনুযায়ী, গত সোমবার বিকেলে স্কুল ছাত্রীর মা বাজারে যাওয়ার সময়, প্রতিবেশী এক নাতিকে সঙ্গে রেখে তিনি বাড়িতে যান। ওই সময়, একা পেয়ে গ্রাম পুলিশ সজল মিস্ত্রি ঘরে ঢুকে দরজা বন্ধ করে স্কুল ছাত্রীকে ধর্ষণ করেন। স্কুল ছাত্রীর ভাই জানান, তিনি খুলনায় চাকরি করেন। ঘটনার পর তার বোন ফোনে তাকে জানালে তিনি তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসেন এবং রাতেই থানায় অভিযোগ দায়ের করেন।  


ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, "মামলা গ্রহণের পর ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।" তবে অভিযুক্ত গ্রাম পুলিশ সজল মিস্ত্রি এখন পলাতক, তার মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি ফোন ধরেননি।  


স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়েছে। তারা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। পিরোজপুরের সুশীল সমাজ এই ধরনের ঘটনা দ্রুত সমাধান এবং শাস্তির দাবিতে একত্রিত হয়েছে।