সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অবরুদ্ধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০২৪ ০৫:২৭ অপরাহ্ন
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অবরুদ্ধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে তিনি অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। তবে, দুপুর ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিসি অবরুদ্ধ ছিলেন।  


কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে ভিসি অধ্যাপক এনায়েত হোসেন লাপাত্তা হন। তাদের দাবি, বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তিনি সাড়া দেননি। বৃহস্পতিবার সকালে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসার খবর পেয়ে কর্মচারীরা বিক্ষুব্ধ হন এবং ক্যাম্পাসে অবস্থান নেন।  


বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি আব্দুস সামাদ চৌধুরী বলেন, "ভিসি, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ তিনজনই ৫ আগস্টের পর থেকে অনুপস্থিত। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে কোন কর্তৃপক্ষ ছিল না। যুবলীগ-ছাত্রলীগ নিয়ে ক্যাম্পাসে আসার খবর পেয়ে আমরা প্রতিবাদ হিসেবে অবস্থান নিয়েছি।"  


এদিকে, প্রশাসন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে এবং দ্রুত এই অস্থিরতা নিরসনের জন্য কাজ করছে বলে জানানো হয়েছে।