কমিউনিটি পুলিশের মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সবর্ত্র এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে পর্যটন নগরী কুয়াকাটায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের আয়োজনে শনিবার সকাল ১০ টায় সমুদ্র সৈকত থেকে র্যালী বের করা হয়। র্যালীটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিন শেষে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে পৌরসভা কার্য্যালয় হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আঃ খালেক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, ট্যুরিস্ট পুলিশ জোনের ইনেসপেক্টর মোঃ সাইফুল ইসলাম। র্যালী ও আলোচনা সভায় ফটোগ্রাফার্স সমিতি, ট্যুরিস্ট বোট মালিক সমিতি, ছাতা বেঞ্চ মালিক সমিতি, ট্যুর গাইডসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। সভার সঞ্চালনা করেন ট্যুরিস্ট পুলিশের ইনেসপেক্টর হাসনাইন পারভেজ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আনোয়ার হাওলাদদার বলেন, জনগনের সাথে পুলিশের বন্ধুত্বপুর্ণ সম্পর্ক, অপরাধ দমনে পরস্পর সহযোগিতা, আইন শৃঙ্খলার উন্নয়েন কমিউনিটি পুলিশিং গঠন করা হয়েছে। কমিউনিটি পুলিশ গঠনের পর সমাজে অপরাধ প্রবনতা অনেকটা কমে এসেছে। পুলিশের সাথে সাধারণ মানুষের দুরত্বে কমে এসেছে।
এসময় নিরাপদ সৈকত বিনির্মানে ট্যুরিস্ট পুলিশের ভূয়সী প্রশংসা করেন পৌর মেয়র। অপরদিকে মহিপুর থানা পুলিশের উদ্যোগে পৃথকভাবে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে আয়োজিত আলোচনায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লাসহ স্থানীয় রাজনৈতিদক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।