হাইওয়ে সড়কে চাঁদাবাজি চলবে না' : পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ২৯শে অক্টোবর ২০২২ ০৬:০৫ অপরাহ্ন
হাইওয়ে সড়কে চাঁদাবাজি চলবে না' : পুলিশ সুপার

হাইওয়ে পুলিশ,সিলেট  রিজিয়ন,সিলেট, এর পুলিশ সুপার,মো.শহিদ উল্লাহ বলেন, কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে জনগণের কথা পুলিশ জানতে পারবে। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আধুনিক পুলিশিং ব্যবস্থার একটি অপরিহার্য দর্শনে পরিণত হয়েছে। মানুষের মাঝে যেন অপরাধ প্রবণতা না জন্মায় কমিউনিটি পুলিশিং সে বিষয়ে সর্তকীকরণ করে। কমিউনিটি পুলিশিং হচ্ছে অন্যতম সমাজ সহায়ক।কমিউনিটি পুলিশিং জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। 


শনিবার ২৯ অক্টোবর সকালে  সরাইল ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার উদ্যোগে থানা চত্বরে  কমিউনিটি পুলিশং ডে-উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ,সিলেট  রিজিয়ন,সিলেট, এর পুলিশ সুপার, মো.শহিদ উল্লাহ এ কথা গুলো বললেন।


খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দ বসুর সভাপতিত্বে মো.নজরুল ইসলামের   সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সরাইল উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.ইসমত আলী প্রমুখ। 


পুলিশ সুপার শহিদ উল্লাহ আরও বলেন,হাইওয়ে রোড়ে কোন প্রকার চাঁদাবাজি চলবে না। মাদকের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের  অভিযান অব্যাহত রয়েছে।মাদকের বিষয়ে জিরো টলারেন্স। তিনি বলেন,  আমরা নিজেরা ভালো হলে সমাজটা ভালো হবে। পুলিশই জনগণ ও দেশের কল্যাণে রাত- দিন কাজ করে যাচ্ছেন।আমরা সর্বদা চেষ্টা করব আমাদের অবস্থান থেকে ভালো কাজ করার। আমরা তো আপনাদের মতই মানুষ। আসূন আমরা সবাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করি। 


শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও সকল ধরনের দুর্ঘটনা রোধে পুলিশকে সহায়তা প্রদান করার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি হাইওয়ে পুলিশ,সিলেট রিজিয়ন, সিলেট, এর পুলিশ সুপার,মো.শহিদ উল্লাহ।