"কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রতি বছরের ন্যায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দেবীদ্বারে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপিত হয়েছে।
শনিবার ২৯ অক্টোবর সকালে দেবীদ্বার থানার আয়োজনে এবং কমিউনিটি পুলিশিং উপজেলা সমন্বয়ক কমিটির সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশিং'র সভাপতি জনাব পিএম. শহিদুল্লাহ পলাশ। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্যে রাখেন থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানি, রেয়াজ উদ্দিন পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকারিয়া ম্যানাজার, মোঃ জসীম সরকার, মোঃ শাহজাহান, কামরুজ্জামান মাসুদ, এসআই মোঃ নাজমুল হাসান প্রমুখ। এসময় থানা পুলিশের সদস্য ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।