সরাইলে শারদীয় দুর্গা পূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ৩০শে সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪৯ অপরাহ্ন
সরাইলে শারদীয় দুর্গা পূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০২৪ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন আহমেদ, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, খাঁটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. তৌহিদ, সরাইল আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার, সরাইল বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মো. তারেক এবং বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সদস্যরা।


সভায় ইউএনও মো. মেজবা উল আলম ভূইয়া সকলকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, "পূজা মন্ডপগুলো পূজা চলাকালীন সময় নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।" তিনি উল্লেখ করেন, দুর্গাপূজার সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছে।


এ সময় ক্যাপ্টেন আহমেদ জানান, সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক কাজ করবে যাতে পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত হয়। সভায় পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর সুপারিশ এবং মোটর সাইকেল চলাচলে সাবধানতা অবলম্বনের উপরও গুরুত্বারোপ করা হয়।


এবার উপজেলায় ৪২টি পূজামন্ডপে দুর্গাপূজা উদযাপন হবে, যার মধ্যে সরাইলের বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হবে বলে জানান বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সরাইল শাখার নেতারা। 


উল্লেখ্য, আগামী ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের শুরু এবং ৯ অক্টোবর বুধবার ষষ্ঠি পূজার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ১২ অক্টোবর শনিবার বিজয়া দশমী দেবী বিসর্জনের মাধ্যমে এ বছরের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।


একই সময় উপজেলা মহিলা বিষয়ক অফিসার আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সরাইলে একটি র‍্যালীও অনুষ্ঠিত হয়, যা স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে।