ঠাকুরগাঁওয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর অনুষ্ঠান বয়কট করলেন সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক
আলমগীর হোসেন - ঠাকুরগাঁও সদর
প্রকাশিত: রবিবার ১৪ই জুলাই ২০২৪ ০৩:৩৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর অনুষ্ঠান বয়কট করলেন সাংবাদিকরা

ঠাকুরগাঁওয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর অনুষ্ঠান বয়কট করলেন ঠাকুরগাঁও জেলার সকল সাংবাদিকরা। রবিবার দুপুর ১২ টাই জেলা প্রশাসক কার্যালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অনুষ্ঠান বয়কট করে অবস্থান কর্মসূচি পালন করে ঠাকুরগাঁও জেলা সাংবাদিক সংগঠনের  সকল  নেতাকর্মীরা। 


এ সময় সাংবাদিকরা বলেন, আমাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী অনুষ্ঠানে প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করতেছি। 


এ সময় ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ কবির বলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের একটি অনুষ্ঠানের সকল সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয়। দাওয়াত দেওয়ার পরও তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাদেরকে বসার কোন জায়গা দেওয়া হয়নি এরই প্রতিবাদে আজকে আমরা জেলা প্রশাসনের কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করতেছি।


ঠাকুরগাঁও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল বলেন, আজকে শ্রম ও কর্মসংস্থার প্রতিমন্ত্রীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি এরই প্রতিবাদে আমরা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করতেছি এটি গণমাধ্যমের জন্য একটি হুমকিস্বরূপ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।


ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, আজকে জেলা প্রশাসক কার্যালয়ে শ্রম ও কর্মসংস্থানের প্রতিবন্ধী অনুষ্ঠানে আমার সংবাদ কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি ।আমি তারপরও সে অনুষ্ঠানে প্রবেশ করি এবং দেখি যে আমার প্রেস ক্লাবের সভাপতি অনুষ্ঠানে পিছনে। তার জন্য কোন ধরনের চেয়ারের ব্যবস্থা করা হয়নি এরই প্রতিবাদে আমরা আজকে জেলা পরিষদের কাজলের সামনে অবস্থান কর্মসূচি পালন করতেছি। জেলা প্রশাসক মহোদয় অবশ্যই এটার একটি সুষ্ঠু ব্যবস্থা নিবেন।