ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলাপরিষদ নির্বাচনের প্রথম ধাপে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার মাহবুবুল হক মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন অফিস জানায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ১১ জন মনোনয়ন জমা দিয়েছে। তারা হলেন, সরাইল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদ বতর্মান ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু,উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য এড. মোখলেছুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. নাজিম উদ্দিন,সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.শের আলম মিয়া,শাহবাজ পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজিব আহমেদ,মো. জামাল মিয়া, মোহাম্মদ শাহেদ মিয়া, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম খন্দকার।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. হোসেন মিয়া,হানিফ আহমেদ, কাউছার মিয়া, মো: আলতাফ হোসেন, মো.এনাম খান, সোহেল মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন,বতর্মান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম,শামীমা আক্তার, আবেদা বেগম, মোছা. শিরিনা আকতার।মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্ধ ২৩ এপ্রিল। আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন অফিস।নির্বাচন অফিসের তথ্য থেকে জানা যায়, সরাইল উপজেলা ৯ ইউনিয়ন নিয়ে গঠিত। সরাইলে ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৬৬৪, হিজড়া ভোট ১জন
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।