গাংনী উপজেলা পরিষদ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: বুধবার ২০শে ডিসেম্বর ২০২৩ ১০:১১ অপরাহ্ন
গাংনী উপজেলা পরিষদ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের ভবন নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিম্নমানের ইটের খোয়া দিয়ে ভবন নির্মাণ করার অভিযোগ উঠলে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ দেন। 


বুধবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। 


জানা যায়, গাংনী উপজেলা পরিষদের নতুন ভবন ও অডিটোরিয়াম নির্মাণের জন্য সরকার প্রায় ৫ কোটি টাকার বরাদ্দ দিয়েছে। কাজটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৈকত এন্টারপ্রাইজ। 


এ বিষয়ে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক বলেন, উপজেলা পরিষদের ভবন নির্মাণ কাজে পরিদর্শনে গেলে নিম্নমানের খোয়া দিয়ে কাজ করার অভিযোগ পেয়ে তা অপসারণের নির্দেশ দিয়ে ভালো মানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার কথা বলেছি।


নিম্নমানের খোয়া দিয়ে কাজ করার বিষয়ে জানতে কথা বলতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৈকত এন্টারপ্রাইজের কাউকে পাওয়া যায়নি।


এবিষয়ে উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, নিম্নমানের খোয়া দিয়ে কাজ করার অভিযোগ উঠলে সেগুলো সরিয়ে নিয়ে ভালো মানের খোয়া দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।