দেবীদ্বারে লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, উপজেলা প্রতিনিধি - দেবীদ্বার, কুমিল্লা
প্রকাশিত: মঙ্গলবার ২৮শে নভেম্বর ২০২৩ ০৭:৪৮ অপরাহ্ন
দেবীদ্বারে লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

কুমিল্লার দেবীদ্বারে লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল পথচারি ট্রাক্টর শ্রমিকের। ওই ঘটনায় আহত হয়েছেন এ্যাম্বুলেন্সে থাকা লাশের ৩ স্বজন।


দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার চাপানগর পূর্বপাড়া বায়তুস্সালাম জামে মসজিদের সামনে। সড়কে চলাচলের সময় হঠাৎ লাশবাহী এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ ময়নাল হোসেন নামে এক পথচারিকে ধাক্কা দিয়ে গাছের সাথে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শিরা জানান, নিহত ট্রাক্টর শ্রমিক ময়নাল হোসেন(৩০) দেবীদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে পেশায় ট্রাক্টরের হেলপার ছিল। অপর আহত ৩ জন হলেন,- লাশবাহী এ্যাম্বুলেন্সে থাকা যাত্রী লাশের স্বজন ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার মনকাশাইর গ্রামের মো. রবিউল (২৩), শিউলি বেগম ( ৪৫), জেসমিন আক্তার (৪৭)।


আহত মো. রবিউল জানান, তার ভাবী সামসুন্নাহার(৩০)কে চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।


নিহত ময়নাল হোসেনের বাবা মোঃ বাচ্চু মিয়া বলেন প্রতিদিনের মতো তার ছেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।


এব্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুর আফসার জানান, সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দূর্ঘটনায় কবলিত এ্যাম্বুলেন্সটি মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।