ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পর্যায়ে উপকারভোগীদের নিয়ে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
আলমগীর হোসেন - ঠাকুরগাঁও সদর
প্রকাশিত: বুধবার ১৮ই অক্টোবর ২০২৩ ০৯:০২ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পর্যায়ে উপকারভোগীদের নিয়ে মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা ও সরকারি ভাবে বিভিন্ন পর্যায়ে উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 



বুধবার সকালে জেলার সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়ন পরিষদ চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়৷ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.অরুণাংশু দত্ত টিটো। 



বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ের উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড.অরুণাংশু দত্ত টিটো বলেন, এ সরকারের উন্নয়নের কারনে গ্রাম গুলোতে শহরের মত উন্নয়ন হয়েছে। গ্রামে থাকেন বলে পিছিয়ে পড়বেন তা বলার সুযোগ নেই৷ আপনারা ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন৷ এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। পুনরায় দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করতে হবে৷ সেই সাথে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে৷ তাহলে তাদের কোন ষড়যন্ত্র আমাদের ক্ষতি করতে পারবেনা৷ 




এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার দাস,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন৷ এ ছাড়াও ইউনিয়ন পরিষদেরা সরকারি বিভিন্ন পর্যায়ে উপকারী ভোগী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 




মতবিনিময় সভা শেষে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জীবনী নিয়ে একটা প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়৷