পাঁচবিবিতে তিনটি গ্রামীণ রাস্তা পাঁকাকরণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: শনিবার ৩০শে সেপ্টেম্বর ২০২৩ ০৭:৫০ অপরাহ্ন
পাঁচবিবিতে তিনটি গ্রামীণ রাস্তা পাঁকাকরণ কাজের উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবিতে তিনটি গ্রামীণ কাঁচারাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করছেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। 


শনিবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউপি অফিস-মাধাইনগর জিসি (ভায়া তেলিহার),বড় পুকুরিয়া-মাধাইনগর (ভায়া বাঁশখুর-রহমতপুর) ও গোবিন্দপুর-জাম্বুবা রাস্তার পাঁকা করণ কাজের উদ্বোধন করেন তিনি।


এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল,উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল,থানার অফিসার ইনর্চাজ জাহিদুল হক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল, কোতোয়ালীবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মমতাজুর রহমান ও মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের ছাত্রলীগের সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। 


উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম জানান,তিনটি রাস্তায় ব্যয় হবে ৬ কোটি ২৬ লক্ষ টাকা।