প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১:৩৭
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মোটর সাইকেল এর ধাক্কায় পথচারী আদিবাসী মহিলা জাওনি এক্কা (৫০) নামে এক জনের মৃত্যু হয়েছে। এঘটনায় বাইক চালক রুপক (১৮) পুলিশ হেফাজতে রয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২ঃ৪৫ মিনিটে হাকিমপুর হিলি পৌর সভার বাসুদেবপুর (মাঠপাড়া) পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের পাশে হিলি-সোনাপুর রাস্তায় জসিমের ছ মিলের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আদিবাসী মহিলা মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া) এলাকার শমা লাকড়া এর স্ত্রী।আর আটক বাইক চালক দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) এলাকার জনৈক ব্যক্তির ছেলে রুপক।
স্থানীয় মাঠপাড়া এলাকার বাসিন্দা মোহাব্বত আলী বলেন, আজ দুপুরের দিকে হিলি-সোনাপুর রোডে রাজধানী মোড় থেকে চালক রুপক সোনাপুর এর দিকে যাওয়ার সময় মোটরসাইকেল এর ধাক্কায় আদিবাসী মহিলা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত মহিলাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় মোটরসাইকেল চালক রুপক কে আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে স্থানীয় জনতা।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ছায়েম মিয়া জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠিয়ে দেই। এরপর হাসপাতালে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় চালক আটক রয়েছে। তার বিরুদ্ধে সড়ক দূর্ঘটনার মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে।